
বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার ৭৯১ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৩ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।
জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৭৩ জনে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার ৬১৩ জনে। গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
জন হপকিন্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পর সংক্রমণের দিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৭৫৪ জন।
যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা গেছেন ৩৭ হাজার ৯১৯ জন। এরপরেই ইতালিতে ৩৩ হাজার ১৪২, ফ্রান্সে ২৮ হাজার ৬৬৫ এবং স্পেনে ২৭ হাজার ১১৯ জন মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।