স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই পা হড়কালো লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা । সৌদি আরবের কাছে হেরে গেছে মেসিরা। বিশ্বকাপ মঞ্চে গিয়েই হারের তিক্ততা পেলো আর্জেন্টিনা।
আজ (মঙ্গলবার) লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। মেসির পেনাল্টি গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে সৌদির দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে হার দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
কোপা আমেরিকা জয়। এরপর ইউরোপ চ্যাম্পিয়ন-কোপা আমেরিকা চ্যাম্পিয়নের লড়াইয়েও ইতালিকে হারিয়ে শ্রেষ্ঠত্বের পতাকায় ওড়ায় আর্জেন্টিনা। রীতিমতো উড়ছিল তারা। টানা ৩৬ ম্যাচ অজেয় থাকার আনন্দ নিয়ে নেমেছিল কাতার বিশ্বকাপে। কিন্তু দীর্ঘদিন পর দেখতে হলো অন্য দৃশ্য।