
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার খুলনা বিভাগে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।
দীপা রানী সরকার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গত ৭ জুলাই, ২০২৫ তারিখে এই পদে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। যোগদানের পর হতে তিনি উপজেলা জুড়ে জলবদ্ধতা দূরকরণে ভূমিকা,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ জনকল্যান মূলক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেল সূত্রে জানা যায়, জুলাই মাসে খুলনা বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসার দের কার্যক্রম পর্যবেক্ষন করে সর্বোচ্চ ১৫৭ পারসেন্ট প্রাপ্তির ভিত্তিতে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ১ম স্থান অর্জন করেছেন।
এদিকে কর্মদক্ষতায় তালা উপজেলা নির্বাহী অফিসার খুলনা বিভাগের শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিদাতার হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন, মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।