নিজস্ব প্রতিবেদক: বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপি এই প্রতিযোগিতার আয়োজন করে বিএফএফ ও সমকাল। বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এতে রানারআপ হয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম বিল্লাহ শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়। চুড়ান্ত পর্বে নির্ধারিত বির্তকের বিষয় ছিল- সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে। চ্যাম্পিয়ন দলের বিতর্কের বিষয়ে বি-পক্ষে অবস্থান নেয়। চ্যাম্পিয়ন দলের অপর দুই জন বিতর্কীক হলেন, সুদিপ্ত দেবনাথ ও মো. তাহমিদ রহমান (দলনেতা)। রানারআপ দলের শায়লা সারিনা, আতিফা সুলতানা তিশা ও নাফিসা তাবাসসুম সারা (দলনেতা) বিতর্কের বিষয়ের পক্ষে অবস্থান নেয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কীকরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, অধ্যাপক অলিউর রহমান, অধ্যক্ষ ভারতেশ^রী বিশ^াস। বক্তারা বলেন, সমাজে দক্ষ মানুষ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মাঝে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে। বিতর্ক প্রতিযোগার মাধ্যমে শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে তাদের মেধা বিকাশে সক্ষম হবে।