রুবেল হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ১ তালা-কলারোয়া আসনে বাংলাদেশ কংগ্রেসের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার ঐতিহাসিক বালিয়াডাঙ্গা বাজারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেড়াগাছি ইউনিয়ন শাখা বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলাম। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তুষার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলী, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, সাতক্ষীরা জেলা ন্যাপ সভাপতি হায়দার আলী শান্ত, ধানদিয়া ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ শেখ আল মামুন, কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এড ইয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বৃত্তের বাইরে ৩য় শক্তি হিসেবে বাংলাদেশ কংগ্রেসে কে অবস্থান দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ডাব প্রতীকে প্রার্থী দেওয়া হবে।”
বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণে আপত্তি না থাকলেও নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার, নির্বাচন কমিশন কে শক্তিশালী করণ ও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত করার দাবী জানান তিনি।