
ঈমান আলী:
সারা বিশ্ব বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় নাজেহাল। এর ব্যাতিক্রম নয় বাংলাদেশেও, গত ৮ই মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। করোনাভাইরাস মারাত্বক সংক্রমণ ও ছোঁয়াছে হওয়ায় বাংলাদেশের মানুষের মাঝে এর সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন মধ্যমআয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা। এ সংকটে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্হিত বাধন সমবায় সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাঁকাল, বাজুয়ারডাঙ্গা, বাগবাটি, দৌলতপুর, ইসলামপুর, আলিপুর, ইটাগাছা, আগুনপুর, এলাকার ৩৫১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমবায় অফিসারের পরিদর্শক রামপ্রসাদ ঢালী, এছাড়াও উপস্হিত ছিলেন বাধন সমবায় সমিতির সভাপতি বাবু মনিন্দ্র নাথ বর, সহসভাপতি বাবু অনিল চন্দ্র বর, সাধারন সম্পাদক বাবু বিষ্ণু পদ বর, কোষাধ্যক্ষ বাবু বিশ্বজিত মাখাল, কার্যকরী সদস্য বাবু নিতাই চন্দ্র বুধুক, বাবু সুশান্ত কাজী।
সম্পর্কিত খবর
- সাতক্ষীরায় পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাউল
- চেয়ারম্যান হারুন ও ৯ গ্রামপুলিশের ওপর হামলা, এ দায় মোস্তাকিমের
প্রধান অতিথি হিসাবে বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা, এটি প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। সকলকে বাড়িতে অবস্হান করতে হবে এবং প্রত্যেককে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। তাহলে এসমস্যাকে প্রতিরোধ করা যাবে। এছাড়াও এমন সংকটময় পরিস্হিতিতে বাধন সমবায় সমিতিরএমন উদ্যেগকে তিনি ধন্যবাদ জানান।