নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: নুতন অর্থ বছরের (২০২১-২২) জন্য প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে শ্যামনগরে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগ ছাত্রলীগ।
শুক্রবার বেলা চারটায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সায়েদ বিন হায়দার রাজিবের নেতৃতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে মিছিলটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকরা বাজেটকে স্বাগত এবং প্রধানমন্ত্রীকে শুভ্চ্ছো জানিয়ে নকিপুর চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা করে। এমন সময় সায়েদ বিন হায়দার রাজিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরদার হাফিজুর রহমান, জিএম রহমত আলী, মাহবুবুর রহমান, কবির হোসেন, প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ জুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬শত ৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। এবারের প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী আখ্যা দিয়ে তা বাস্তবায়নের আহবান জানানো হয় পথসভায়।
বাজেটকে স্বাগত জানিয়ে শ্যামনগরে যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
পূর্ববর্তী পোস্ট