পাইকগাছা প্রতিবেদক : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির খুলনার জেলার পাইকগাছা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গ্রাম ডাক্তার মোঃ আনোয়ার হোসেন কে সভাপতি ও গ্রাম ডাক্তার তৃপ্তি রঞ্জন সেন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের উপজেলা কমিটি এবং ৩ জনকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা কমিটির সভাপতি এস এম সৈয়দ হোসেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন পাইকগাছা উপজেলা কমিটির অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে সুপারিশ করে পত্র প্রেরণ করেন। এরপর কেন্দ্রীয় কমিটির মহাসচিব গ্রাম ডাক্তার আবু ইউসুফ খান বাদল গত ২ জানুয়ারী সোমবার আগামী তিন বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গ্রাম ডাক্তার শংকর কুমার দেবনাথ ও অজিয়ার রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক জয়দেব কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ গোবিন্দ লাল মন্ডল, প্রচার সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মৃত্যুঞ্জয় মন্ডল, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক নিজামুল হক, কার্যনির্বাহী সদস্য মানষ কুমার মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াছিন আলী, নিরাঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, পীযূষ কান্তি সানা ও এস এম আব্দুল জব্বার। তিন সদস্যের উপদেষ্টা হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার,
প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও বাংলাদেশ কেমিষ্ট এ্যন্ড ড্রাগিষ্ট সমিতির পাইকগাছা কয়রার সমন্বয়কারী প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি।
পূর্ববর্তী পোস্ট