
জাতীয় ডেস্ক:
বাংলাদেশ ঋণ নেয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশ অকারণে কোনো ঋণ নেয় না।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারের প্রথম পর্ব মঙ্গলবার (২১ মার্চ) সকালে সম্প্রচার হয়েছে এবং দ্বিতীয় অংশটি রাতে প্রচারিত হবে।
বিখ্যাত সাংবাদিক রিচার্ড কোয়েস্টের নেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
চীন থেকে ঋণ নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঋণ নেয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক। আমরা বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে বেশিরভাগ ঋণ নিয়ে থাকি। চীন থেকে আমাদের ঋণ খুবই কম। এটা শ্রীলঙ্কা বা অন্য কারো মতো নয়।’
অকারণে তার সরকার কোনো ঋণ বা কোনো মেগা প্রকল্প নেয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো মেগা প্রকল্প বা ঋণ নেয়ার ক্ষেত্রে আমরা বিবেচনা করি কোন প্রকল্প থেকে আমরা রিটার্ন পেতে পারি এবং আমরা সুবিধাভোগী হব।’