নিজস্ব প্রতিবেদক: বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদরের বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন ও সামগ্রীক উন্নয়ন প্রমাণ করেছে গ্রাম হচ্ছে শহর। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিত ইতিহাস শিক্ষা দিতে হবে। শিক্ষকরাই পারে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মহামূল্যবান ভোটে এমপি নির্বাচিত হয়ে কোন কাজটি করলে আমার এলাকার জনগণ ভালো থাকবে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবক্কর প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা আনুভূমিক সম্প্রসারণ ভবন প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯১ হাজার ২৪৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট