
জাতীয় ডেস্ক:
বরিশাল নগরীর নতুন বাজার এলাকার অমৃতাঙ্গন কলোনিতে (বস্তি) আগুনে আটটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে মতুয়া সম্প্রদায়ের আটটি পরিবার।
শনিবার ভোর ৫টার দিকে নিরোধ বারির রান্নাঘরের কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে কলোনির আটটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। আগুনে তপন, পেয়ারা, কালু, রতন, নিরোধ, সুনীল, জামাল, তরুন ঘোষাইর পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কলোনির বাসিন্দা চটপটি বিক্রেতা তপন।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুর বক্তব্য নিতে চাইলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, ওই কলোনিতে মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু পরিবার রয়েছে।