নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিল্পী সংসদ এর সভাপতি মো. জিয়াউল হক’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, কবি ও সাহিত্যিক আব্দুল ওহাব আজাদ, নাট্য পরিচালক মুছা করিম প্রমুখ। এসময় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ এর সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আক্তারুজ্জামান।
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ইফতার মাহফিল
পূর্ববর্তী পোস্ট