
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)ঃ আশাশুনি উপজেলার বড়দলে বিক্রয় করা জমির টাকা নিয়ে রেজিস্ট্রী করে না দেওয়া ও টাকা ফেরৎ চাওয়ায় প্রতিপক্ষের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বড়দল গ্রামের ঢালী পাড়ায়।
বড়দল গ্রামের মৃত আকবর ঢালীর ছেলে মনিরুল ইসলাম জানান, তিনি ২.৪০ শতক জমি মৃত আঃ কাদের ঢালীর ছেলে আঃ সাত্তার ঢালীর নিকট থেকে ৪০ হাজার টাকায় ক্রয় করতে চুক্তিবদ্ধ হন। এবং মনিরুল তার স্ত্রী ও বড় চাচা আঃ হাকিম ঢালীকে সাথে নিয়ে সাত্তারের বাড়িতে গিয়ে ৬ বছর আগে সাত্তার ও তার স্ত্রীর হাতে ৪০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু সাত্তার গোপনে গোপনে ঐ জমি জনৈক কাশেম ঢালীর কাছে বিক্রী করে দেয়। বছরের বড় সময় ইট ভাটায় কাজে যাওয়া মনির পরিবার জানতে পেরে বাজার কমিটির কাছে বিচার দেয়। কমিটির লোকজন সাবেক মেম্বার মাসুদ সানা, বিএনপি নেতা আঃ লতিফ সানাসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠক করেন। শালিসে সাত্তার টাকা ফেরৎ দিতে সম্মত হয়। কিন্ত টালবাহনা করতে থাকলে মনিরুল গত ১১ অক্টোবর সাত্তারের বাড়িতে গিয়ে পাওনা টাকা দাবী করলে হুমকী ধামকী দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এবং টাকা দেবেনা বলে হাকিয়ে দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে আঃ হাকিম ঢালী, আক্তারুজ্জামান ও আঃ হাই সানা জানান, মনিরুল টাকা পাবে, কিন্তু সাত্তার ঢালী টাকা না দিয়ে টালবাহনা ও হয়রানী করে আসছে। ১১ অক্টোবর সে শান্তিপূর্ণ ভাবে টাকার দাবী করেছিল। কোন প্রকার মারামারি, মালামাল নেয়া, ভাংচুর বা টাকা ও অলঙ্কার চুরির মত কোন ঘটনা ঘটেনি। অথচ ১৩ অক্টোবর ঘটনার তারিখ দেখিয়ে মিথ্যা অভিযোগ এনে আঃ সাত্তার ঢালী বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত ০৮ নং আদালত সাতক্ষীরায় মনিরুলসহ ৪ জনকে আসামী করে মমলা দায়ের করেছে। এমনকি ১১ অক্টোবর মাসুদ ঢালী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকলেও তাকেও এই মমলার আসামী করা হয়েছে দাবী করে আইন আদালত ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।