নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক জেলাব্যাপী বজ্রপাত নিরোধকল্পে তালের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় শহরের বাঁকাল ডিসি ইকো পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। পরে ডিসি ইকো পার্কের রেস্ট হাউজ নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।