নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে শনিবার বিকাল ৪-০০টায় বঙ্গবন্ধু অন্তঃকক্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ও অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, সিভিল সার্জন ডাঃ হোসাইন সাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য শেখ তানজিম কালাম তমাল, ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, ইমাদুল হক খান, মোঃ রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ প্রশাসনের কর্মকর্তা, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক এনামুল হকসহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু ও সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামন মুকুল।
বঙ্গবন্ধু অন্তঃকক্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট