নিজস্ব প্রতিবেদক:
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন: শুক্রবার (১৭ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আকতার বানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় জেলা আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন চৌধুরী, ইসমত আরা, তহমিনা রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সদস্য রিক্তা, মনোয়ারা, ময়না, মমতাজ, ফাহিমা আক্তার, মাহমুদাসহ জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা কর্মকর্তা মোতাছেম বিল্লাহ, কম্পিউটার প্রশিক্ষক, তথ্য আপা ও দর্জি প্রশিক্ষণের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের শিক্ষার্থী ও কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটলেন এমপি রবি: শুক্রবার (১৭ মার্চ) সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন প্রমূখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরার কর্মকর্তা/কর্মচারী ও কোমলমতি এতিম শিশুরা উপস্থিত ছিলেন।
ডিবি ইউনাইটেড হাইস্কুলে ১০৩ পাউন্ডের কেক কাটলেন জেলা প্রশাসক: “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই ¯েøাগানকে সামনে রেখে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০৩ পাউন্ডের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলানায়তনে ডিবি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাই স্কুলের কার্যনির্বাহী পরিষদের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসাক বলেন, ‘সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে ডিবি ইউনাইটেড হাইস্কুলের সকল দিক দিয়ে একটা ভালো সুনাম রয়েছে। যে কারণে এই ডিবি ইউনাইটেড হাইস্কুলকে স্মার্ট স্কুল হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুর সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল, ইউপি সদস্য আব্দুল হাকিম,আব্দুল খায়ের, মিজানুর রহমান প্রমুখ। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ: মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষকউম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মো. আলাউদ্দিন, আসাদুজ্জামান, পলাশ কুমার সিংহ, সুদর্শন রপ্তান, মমতাজ হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুসহ তার শহিদ পরিবার ও মহান মুক্তিযুদ্ধের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ ও শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা: মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য কণ্ঠশিল্পী মন্জুরুল হক, সাতক্ষীরা রাইফেলস ক্লাবের সদস্য মো. মাহফুজার রহমান, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের তৈয়েবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, লিপিকা রানী মন্ডল, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, দেবব্রত কুমার মন্ডল, রাবেয়া খাতুন, কবির আহমেদ, এস.এম নওরোজ ফারুক হোসেন, মরিয়ম খাতুন, সাদিয়া সুলতানা, আমেনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান জুড়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন, দেশের গান, নাচ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আখতারুজ্জামান। দোয়া অনুষ্ঠান শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের হাতে কেক ও চকলেট তুলে দেন। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী।
আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে মাদ্রাসা অধ্যক্ষ’র অফিস কক্ষে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নব জীবনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন: নব জীবন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান পরিচালনা করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় নবজীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জাহিদুর রহমান। তিনি বলেন, আজ জাতীর পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস। তিনি এ দেশে জন্মগ্রহন করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তিনি শিশুদের ভালবাসতেন তাদের নিয়ে স্বপ্ন দেখতেন, তাদের শিক্ষার আলো বিস্তারে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তাই আজ আমরা তার প্রতি শ্রদ্ধা ভালবাসার সাথে স্মরণ করি। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ এর কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।