সাতনদী অনলাইন ডেস্ক: চরফ্যাশনে বাল্যবিয়ের অপরাধে বর, বরের বাবা ও কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
রোববার সন্ধ্যায় বর মো. সোহেল (২৯), বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামানকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, বরের বাড়িতে বউভাতের আয়োজন চলছিল। এ সময় সেখানে গিয়ে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে। বর সোহেলের বাড়ি চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জের উত্তর ফ্যাশন গ্রামে।
জানা গেছে, তিন দিন আগে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামানের এসএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গে চরফ্যাশনের ওসমানগঞ্জের উত্তর ফ্যাশন গ্রামের আবু তাহেরের ছেলে সোহেলের বিয়ে সম্পন্ন হয়।
কনের বয়স কম থাকায় চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস উভয়পক্ষের তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।