
ইযারব হোসেন: রোববার বইমেলায় বাম্পার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বই মেলার কুইজ প্রতিযোগিতার বিজয়ী ইয়াসির আরাফাতের হাতে মেগা পুরুস্কার হিসেবে দুই হাজার টাকার সমমূল্যের বই এবং মহামূল্যবান বিরল প্রজাতির কাঁঠালিচাঁপা গাছের চারা তুলে দেন। সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বই মেলা শেষ হচ্ছে।