বিনোদন ডেস্ক :
বিতর্কিত নানা মন্তব্যের জন্য বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাওয়াত সবসময়ই আলোচনায়-সমালোচনায় থাকেন। এবার তার একটি পোস্ট ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন , কঙ্গনা কী প্রেমে পড়েছেন?
সম্প্রতি সামাজিকম মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন মির্জা গালিবের শায়েরীর কয়েকটি লাইন, ‘ইশক ও আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লাগতি নাহি অর বুঝনে সে বুঝতি নাহি’। এর বাংলা করলে দাঁড়ায়, ‘ভালোবাসা এমন একটি স্ফুলিঙ্গ যা চেষ্টা করলেই জ্বলে না, এবং চেষ্টা করলেও তা নিভে যায় না।’
কঙ্গনার এমন পোস্টের পরই শুরু হয় জল্পনা। কঙ্গনার এই পোস্টের নিচে কেউ প্রশ্ন করেছেন, ‘কে সেই ব্যক্তি যিনি আপনার স্বপ্নে এসেছেন? আজ সেটা বলেই ফেলুন…’, আরেকজন প্রশ্ন করেছেন ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘কাকে ভুলতে পারছেন না হৃত্বিক নাকি আদিত্যকে?’কেউ আবার কঙ্গনার পোস্টের নিচে হৃত্বিক রোশন ও সাবা আজাদের ছবি পোস্ট করেছেন।
কঙ্গনা অবশ্য তার ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। বর্তমানে তিনি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা, সে বিষয়ে তিনি কখনওই মুখ খোলেননি।