
পাইকগাছা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে দেশব্যাপী এক কোটি গাছ লাগানো হবে, আর এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ বিশেষ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন – এখন বর্ষার সময় বর্ষা হয় না, শীতের সময় শীত পড়ে না। এটা জলবায়ু পরিবর্তনের ফলে হয়েছে। আজকে একটি গাছ লাগালে এই গাছ আমাদের অক্সিজেনের ফাক্টরী।কার্বনডাইঅক্সাইড চুষে নেয়, অক্সিজেন দেয়। আমাদের ছায়া দেয়। পরিবশ ও প্রাণীকূলকে টিকিয়ে রেখেছে। একটি গাছ লাগানোকে আন্দোলনে রূপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে সবুজ দেশ হিসাবে আমরা গড়ে তুলব। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশব্যাপী গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে তিনি শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা আ’লীগ আয়োজিত দলীয় নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
গাছ লাগানোর কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরোও বলেন, একটি গাছ সন্তানের মতো একটি পরিবারকে বাঁচিয়ে রাখে। বৃদ্ধ বয়সে অর্থনৈতিক অবলম্বন। জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে। সে কারণে তিনি ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, বিভূতিভূষণ সানা, শেখ ইকবাল হোসেন খোকন, স্নেহেন্দু বিকাশ, হেমেশ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সোলাদানা ইউনিয়ান কৃষকলীগের সভাপতি সুভাষ রায়, আ: করিম মোড়ল, যুবলীগের আকরামুল ইসলাম, মানবেন্দ্র নাথ মন্ডল, ইউপি সদস্য হাসানুজ্জামান, শফিকুল ইসলাম, ছাত্রলীগের পার্থপ্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন ইউনিয়ানের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।