স্পোর্টস ডেস্ক :
প্রাইম ব্যাংককে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে মাশরাফিদের বোলিং তোপে ১২৮ রানে অলআউট হয়ে যায় মিঠুনের প্রাইম ব্যাংক। জবাবে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় রূপগঞ্জের।
বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে এদিন মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু চারে নেমে ৫ বলে ৫ রানের বেশি করতে পারেননি। নাসির হোসেন দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া ইয়াসির আলী চৌধুরীর ব্যাট থেকে আসে ২৮ রান। ভালো করতে পারছেন না দলটির বিদেশি করিম জানাত। ২৬ বলে ১৭ রান করে আউট হন আফগান ক্রিকেটার। অভিজ্ঞ নাসির (৩১) আর ইয়াসির আলী রাব্বি (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও পারেননি।
৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে আব্দুল হালিম ছিলেন সেরা বোলার। ২টি করে উইকেট নেন মাশরাফি ও সোহাগ গাজী। এছাড়া চিরাগ জানি, রাজিবুল ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় মাত্র ২৪.৪ ওভরেই জয় তুলে নেয় মাশরাফির রূপগঞ্জ। ওপেনার মুনিম শাহরিয়ার ৭, পারভেজ ইমন ২২ ও সাব্বির রহমান ৮ রানে ফিরলেও মিডল অর্ডার ফারদিন হাসান (৪৭) উইকেটরক্ষক ইরফান শুক্কুর (৩৪) দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। দুজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি। ফারদীন ৪৭ রানে আউট হন। ইরফানের ব্যাট থেকে আসে ৩৪ রান।