নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. আনিছুর রহিম এঁর রুহের মাগফেরাত কামনায় সুবর্ণ নাগরিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা কামাল নগর এলাকায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুজ্জামান সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আহমেদুর রহিম, উপাধ্যক্ষ ছন্দা রাহা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ। এসময় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মন্ডলী আইয়ুব হোসেন, মুজাহিদুর রহমান, তানজিলা বেগমসহ সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিনে ইটাগাছা এলাকায় আজকে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে সুলতানপুর, কুখরালী, খড়িবিলা ও রইচপুর কম্বল বিতরণ করা হয়েছে। পরে সাতক্ষীরা কামাল নগর গোরস্থানে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. আনিছুর রহিম এঁর রুহের মাগফেরাত কামনা করে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মোনাজাত করেন।
প্রয়াত আনিছুর রহিম এঁর রুহের মাগফেরাত কামনায় সুবর্ণ নাগরিকদের মাঝে কম্বল বিতরণ
পূর্ববর্তী পোস্ট