বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে তামিল সিনেমার জয়জয়কার বিশ্বব্যাপী। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল সিনেমা ‘দোসরা’। সিনেমায় অভিনয় করেছেন ন্যানি ও কীর্তি সুরেশ।
মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে নিয়েছে সিনেমাটি। দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। স্থানীয় গল্প নিয়ে সিনেমার কাহিনি এগিয়েছে। তা ছাড়া অ্যাকশনে ভরপুর সিনেমাটি দর্শকের মন কেড়েছে। বক্স অফিসে ভালো করেছে এটি। ন্যানির ক্যারিয়ারে সবচেয়ে সেরা ওপেনিং সিনেমা এটি। খবর ইন্ডিয়া টুডে।
শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ২৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি। শুধু তা-ই নয়, মুক্তির আগেই সিনেমাটির আয় ছিল অগ্রিম বুকিং বাবদ ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ৩২ লাখ টাকার বেশি)।
এ সিনেমায় একদম ভিন্নভাবে উপস্থিত হয়েছেন ন্যানি। প্রথম দেখায় তাকে দেখে চেনার উপায় নেই ঠিক এমন রূপে পর্দায় ধরা দিয়েছেন এই তেলেগু সুপারস্টার। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে ন্যানি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সিনেমাটিতে আমি কঠোর পরিশ্রম করেছি, যা প্রতিটি সিনেমায় করে থাকি। আমি প্রতিটি কাজ করার সময় দর্শকদের জায়গায় নিজেকে রেখে তারপর কাজ করি।’
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘দসরা’তে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন ন্যানি-কীর্তি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।