
মনিরামপুর (যশোর) প্রতিবেদক: মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মানসিক প্রতিবন্ধী ভ্যানচালক মোস্তাক মোড়ল। টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারেননি সে। গত আম্পানে তান্ডবে মোস্তাকের মাথাগোঁজার শেষ আশ্রয়স্থলটাও ভেঙ্গেচুরে চুরমার হয়ে যায়। কোন উপায়ন্তর না পেয়ে পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীর একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়ে দূর্বিসহ জীবন যাপন করে আসছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মেম্বারদের কাছে সাহার্য্যরে ধর্ণা দিয়েও এগিয়ে আসেননি কেউ। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল সমসাময়িক-এ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি বুধবার মাছনা গ্রামের মৃত তারাচাদ মোড়লের ছেলে মানষিক প্রতিবন্ধী মোস্তাকের বাড়িতে সাংবাদিক তাজাম্মূল হুসাইনের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি, ও গুড়া দুধ। খাদ্য সামগ্রী পেয়ে হত-দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটেছে। শুধু মোস্তাকই নয়, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে আর্থিক সহয়তা, শিক্ষা-উপকরণ সহায়তা এবং গৃহ-নির্মাণ করে থাকেন এস এম ইয়াকুব আলী।