প্রেস বিজ্ঞপ্তি: গত ১২ নভেম্বর অস্ত্রসহ আটক সুকুমার তার প্রতিপক্ষকে ফাশাতে অস্ত্র সংগ্রহ করেছিলেন। পাটকেলঘাটার কাদিকাটি থেকে সুকুমার দাশ অস্ত্রসহ আটকের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিবৃতিতে র্যাব ৬ এ তথ্য জানান।
বিবৃতিতে র্যাব জানায়, সুকুমার এবং তার ছেলে বিপ্লব দাস ষড়যন্ত্র করে তার এক আত্মীয়কে ফাঁসানোর জন্য অস্ত্র সংগ্রহ করে। সেই অস্ত্র দিয়ে সোর্সের মাধ্যমে সুকুমার ওই ব্যক্তিকে ফাঁসিয়ে বিপদে ফেলার পরিকল্পনা করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুকুমার স্বীকার করেছে যে, সম্পুর্ণ পরিকল্পনাটি সুকুমার দাস নিজে এবং তার ছেলে বিপ্লব দাস সাজিয়ে ছিল তার আত্মীয়কে ফাঁসানোর জন্য। ঘটনার বেশ কয়েকদিন পূর্বে এবং ঘটনার দিন সোর্সের সাথে সুকুমারের ছেলে বিপ্লব দাসের বারবার কথা হয়েছে তারও প্রমান র্যাবের হাতে রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয় সুতরাং র্যাব যে, কারো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়না বরং ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে থানায় সোপর্দ করে এ ঘটনা তারই একটি প্রমান।