
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারি সহায়তার চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরীব, অসহায়, দুস্থ মানুষের জন্য ১০ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন। প্রতাপনগর ইউনিয়নে ৬ হাজার ৬৭৯ পরিবারের মাঝে চাউল (ভিজিএফ) বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের নির্দেশক্রমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব খায়রুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ বারিক, ইসলাম, ইউপি সদস্য /সদস্যা, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।