নিজস্ব প্রতিবেদক: আশাশুনির প্রতাপনগরের হিজলিয়ায় ঘেরের বাসায় ভাংচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০ মার্চ গভীর রাতে প্রতাপনগরের হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘেরের মালিক মনিরুল ইসলাম বলেন, প্রতিদিন ঘেরের বাসায় পাহারা দিলেও ২০ মার্চ রাতে কেউ পাহারা ছিলাম না। ওই দিন সন্ধ্যায় বাড়ি আসি। পরের দিন সকারে ঘেরে গিয়ে দেখি আমার ঘেরের বাসায় ভাংচুর চালিয়ে প্রায় ১লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তারা রাতে ঘেরের বাসার আ্যাজবেস্টারের চাল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দূর্বৃত্তরা নগদ ৩৫ হাজার টাকা , ৬০ ওয়াটের একটি সোলার প্যানেল ও বাসায় সমগ্র আসবাবপত্র নিয়ে যায়।
উল্লেখ্য, আমি দীর্ঘদিন ধরে আমরা আশাশুনি থানার অন্তগত প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের ৮ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। কিন্তু গত রাতে আকস্মিকভাবে এধরণের সন্ত্রাসী হামলার ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি এবিষয়ে প্রতাপনগর ইউপি চেয়াম্যানসহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।