নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল বিক্রি বন্ধের প্রথম দিনেই দূর্ভোগে পড়েছে দেখা দিয়েছে সাতক্ষীরায়। ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে সাতক্ষীরার কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি করা হয়নি। জ্বালানি তেল না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা।
শহরের মুনজিতপুর এলাকার জগন্নাথ রায় জানান, বিকেলে মোটর বাইকের পেট্রোল শেষ হয়ে গেলে মোজহারের পেট্রোল পাম্পে গেলে তিনি পেট্রোল দেননি। জানিয়েছেন, আপতত কাউকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না।
অপর ক্রেতা মাহবুবুর রহমান জানান, তেল বিক্রি করছে না এই খবরটা আগে থেকে প্রচার না করে হঠাৎ বন্ধ করে দেওয়া কোন ভাবেই উচিত হয়নি। খোলা বাজারেও পেট্রোল, অকটেন, ডিজেল মিলছে না। দূর্ভোগে পড়েছি। হঠাৎ করেই জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন মালিকরাও দূর্ভোগে পড়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ভাই ভাই ফিলিং ষ্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় নির্দেশনায় জ্বলানি তেল পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। কাউকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। ১৫ দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
পেট্রোল পাম্পে ধর্মঘট দূর্ভোগে সাতক্ষীরার যান চালকরা
পূর্ববর্তী পোস্ট