সাতনদী ডেস্ক :
শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়
অদ্য ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে দীর্ঘ প্রায় ১ বছর ৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার জনাব মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় এর নিকট তিনি দায়িত্ব হস্তান্তর করেন।এ সময় তারা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এরপর সকল পর্যায়ের সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বাংলাদেশ পুলিশের চিরায়ত ঐতিহ্য ও রীতি অনুযায়ী দৃষ্টিনন্দন ভাবে বিভিন্ন ফুল দিয়ে সাজানো সুসজ্জিত গাড়িতে ওঠেন। তারপর জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ ফুল দিয়ে সাজানো গাড়িটিকে রশি টেনে পুলিশ লাইন্সের প্রধান ফটক পর্যন্ত নিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।