
জাতীয় ডেস্ক: পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হওয়ায় পরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছরা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীসহ ২১ জনকে ক্লোজ করা হয়েছে। আজ রোববার সকালে তাদের কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম রেঞ্জের এডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) জাকির হোসেন এখন কক্সবাজার অবস্থান করছেন।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দিয়েছে। তাতে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীর একজন প্রতিনিধিও আছেন।’
সুত্র:দ্য ডেইলি স্টারকে