নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল (ওয়ানশুটার গান) সহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইয়াছিন(২৬)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ১২টার সময় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই শাহজালাল ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আগরদাড়ি বলফিল্ডের পাশে আগরদাড়ি টু নারায়নজন গামী পাকা রাস্তার ওপর থেকে ইয়াছিনকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী কাঠের বাট যুক্ত পিস্তল সাদৃশ্য ওযয়ান শুটারগান যার ট্রিগার ও ফায়ারিং পিন সচল, ০২ রাউন্ড গুলি, ০১টি ডায়াং ৫০ সিসি মোটর উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ্দ করে পুলিশ।
পুলিশি অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক এক
পূর্ববর্তী পোস্ট