
আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যত হুমকি হয়ে ওঠতে পারেন তার দীর্ঘদিনের বন্ধু এবং দেশটির ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক জেসন জে স্মার্ট এ আশঙ্কার কথা জানান।
ইউরোপে একাধিক রাজনৈতিক প্রচারণার পরামর্শক কিয়েভ পোস্টে লেখেন, ‘ওয়াগনার গ্রুপের নেতা এবং ক্রেমলিনের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। আর এ বিষয়টি নিয়েই প্রিগোজিন এবং পুতিনের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছে।
স্মার্ট বলেন, ‘কেউ কেউ অনুমান করছে যে পুতিনের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্কের কারণে প্রিগোজিন নিজেকে এখন শীর্ষস্থানে নিয়ে যেতে পারেন। মানে প্রেসিডেন্ট!
স্মার্ট নিউজউইককে বলেন, পুতিন মনে করেন তিনি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন। তবে ইতিহাসে একনায়কের পরিণতি ভালোভাবেই আছে। তবে সেই মুহূর্ত কখন আসবে, তা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন।’
ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার ওয়াগনার গ্রুপ প্রধান বাহিনী হয়ে উঠছে। কদিন আগে প্রিগোজিন প্রকাশ্যে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার দাবি, সোলেদারের ছোট্ট শহরটি এককভাবে দখল করছে তার বাহিনী।
প্রিগোজিনের সঙ্গে অবশ্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর দীর্ঘ দিনের বৈরিতা রয়েছে। তবে সোলেদারে রাশিয়ান বিজয়ের কৃতিত্ব তিনি গ্রহণ করলে ক্ষোভ ফেটে পড়েন প্রিগোজিন।
প্রিগোজিন টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ‘তারা ক্রমাগত ওয়াগনার পিএমসি (বেসরকারি সামরিক কোম্পানি) থেকে বিজয় চুরি করার চেষ্টা করছে। অজানা উপস্থিতি সম্পর্কে কথা বলছে।’
চলতি সপ্তাহে জেনারেল স্টাফের প্রধান শোইগু এবং ভ্যালেরি গেরাসিমভকে আক্রমণ করে বসেন প্রিগোজিন। সূত্র: নিউজউইক