আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরের পার্শেখালী গ্রামে মৃত মোহর আলী গায়েনের পুত্র মোহাম্মদ নুরুল ইসলামের পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। নুরুল ইসলাম জানান, গতকাল মামলার হাজিরা দিতে আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে সাতক্ষীরা জজকোর্টে যাই। সাতক্ষীরা থেকে ফিরতে সন্ধ্যা হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে পাশ্বে খালী গ্রামের মৃত মনসুর আলী গাজীর পুত্র আব্দুল আলিম গাজী ও একই গ্রামের আব্দুল জলিল গাজীর পুত্র মোহাম্মদ ইলিয়াস গাজী আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে। তাদের সাথে দীর্ঘদিন ধরে আমার মামলা মকদ্দমা চলে আসছে। তারা আমাকে পরিকল্পিতভাবে ক্ষতি করেছে। আমার পুকুরে ভেটকি, ভাঙ্গাল, পাঙ্গাস, লাইলটিকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। আমার ক্ষতির পরিমাণ এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মাছ মারা হয়েছে। এ বিষয় অভিযুক্ত আলিম গাজীর সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি। অত্র ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ মারার বিষয়টা অত্যন্ত দু:খজনক।
পুকুরে বিষ দিয়ে দুই লক্ষ টাকার মাছ মারার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট