লিটন ঘোষ বাপি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার প্রথম সচিব শফিকুল আহম্মদ। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব । শুক্রবার বিকাল ৫ টায় নিজ বাড়ী দেবহাটা উপজেলার পারুলিয়ায় আসেন তিনি। পারুলিয়ার কৃতি সন্তানকে তার পরিবার ও গ্রামের মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই গুনি ব্যক্তি দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা-মোঃ সাজ্জাদ আলী মাষ্টার ও মাতা- বেগম শাহিদা খাতুন। তিনি পারুলিয়া সাগর সাহা (এস এস) মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস, সি ও সাতক্ষীরা সরকারী কলেজ থেকে আই,এ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভুগোলে অর্নাস ও মাষ্টার্স শেষ করেন।
১৯৯১ সালে ২৬ জানুয়ারী বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি সহকারী সচিব হিসাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে যোগদানের মধ্যদিয়ে চাকরী জীবন শুরু করেন। এরপর মাঠ পর্যায়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। নেজারত ডেপুটি কালেক্টর উপজেলা নির্বাহী অফিসার, সচীব জেলা পরিষদ, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী ওয়াকফ প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
মিলিটারী এষ্টেট অফিসার হিসাবে বগুড়া সেনানিবাসে উপপরিচালক হিসেবে সামরিক ভুমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ঢাকা সেনাবিবাসে দায়িত্ব পালন করেন। পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে যোগদানের পূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন প্রশিক্ষন ও রাষ্ট্রীয় কাজের জন্য থাইল্যান্ড, জাপান, চীন, সিঙ্গাপুর, মালেশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, মালি, কঙ্গো, মধ্য আফ্রিকা, কাতার, বেলারুশ, তুরস্ক সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-পরিচালক মোতাহার হোসেন, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের ভূগোল বিভাগের প্রভাষক আবদুল আজিজ, আলহাজ্ব আবুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি বাড়ীতে ২ দিন অবস্থান করবেন। আগামী ১০ তারিখে তিনি ঢাকায় ফিরে যাবেন। ২ দিনে নিজ বাড়ীতে অবস্থান কালে ব্যক্তিগত এবং সরকারী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।