নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) রাতে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে আলোচনায় অংশ নেন আহবায়ক দীপংকর তালুকদার এমপি, একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনায় তিনটি পার্বত্য এলাকার ট্যুরিজম শিল্পের কিভাবে বিকাশ ঘটানো যায় এবং পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সির্দ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা, বান্দরবন পার্বত্য জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।