দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার প্রানকেন্দ্র পারুলিয়া-সখিপুর বাজার। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ক্রয়-বিক্রয়ের জন্য এ বাজারে আগমন ঘটে। বাজারের প্রবেশের জন্য মুলত দুটি রাস্তা। যে কারনে সবসময় যানবাহন ও জনগনের চলাচলের চাপ থাকে। এই চাপ কমানোর জন্য পারুলিয়া হাইওয়ে ব্রীজ এবং সখিপুর বাজারের সংযোগ ব্রীজ বরাবর নদীর ধার ঘেঁষে রিং রাস্তাটি খাল খননের সময় মাটি ভরাট করা হয়। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপোযোগি ছিল। শনিবার পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (রিউপো) প্রকল্পের আওতায় অসংখ্যা শ্রমিক রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া বাজার কমিটির সেক্রেটারী কাদের মহিউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের এক অংশের সভাপতি সাংবাদিক রশিদুল আলম রশীদ, সাংবাদিক আবুল হাসান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহন করায় পারুলিয়া চেয়ারম্যানকে ধন্যবাদ জানান স্থানীয় জনগন । এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পারুলিয়া সখিপুর বাজারে প্রবেশের জন্য রাস্তা যেগুলি আছে সেগুলি প্রতিনিয়ত যাববাহনের চাপ থাকে। এই রাস্তাটি হলে বাজারের উপর থেকে যান বাহনের চাপ কমে যাবে এবং স্বাচ্ছন্দে বাজারে আসা যাওয়া সুযোগ হবে।