
দেবহাটা ব্যুরো: এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাইফুল ইসলামকে ভোট দিতে হবে। কথাগুলি বলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান। শনিবার বিকাল ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবর রহমান উপরোক্ত কথাগুলি বলেন । পারুলিয়া ইউনিয়নের ১ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, ২নং পারুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান, ছাত্রলীগের দেবহাটা উপজেলার সাধাধরন সম্পাদক সোহাগ হোসেন, স্থানীয় ইউ,পি সদস্য প্রার্থী আব্দুল আলিম, লোকমান কবীর, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ছাত্র লীগের সাবেত নেতা রাশেদুল ইসলাম। উক্ত জনসভায় অসংখ্যা নারী পুরুষ অংশগ্রহন করেন।