নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, গ্রাম হবে শহর। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার। তারই ধারাবাহিকতায় ২১জুলাই মঙ্গলবার সকাল ১১-০০ টায়, প্রচন্ড বৃষ্টি ও কাদার মধ্যে পারুলিয়া ইউনিয়নের, খেজুরবাড়ীয়া-শাহাজাহানপুর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে, মাঝ পারুলিয়া পূর্ববাড়ী-বিশ্বাসবাড়ীর মাঝে কবরস্থান প্রাঙ্গণে, দক্ষিণ পারুলিয়া বাগপাড়ায় মন্দির প্রাঙ্গণে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসে সাংসাদ আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম, রুহুল হক সাহেবের বিশেষ কোটার সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্নুর, আওয়ামী লীগ নেতা মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ হীম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু রায়হান, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবুল হোসেন, মোঃ আফিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ।