নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমন দিন দিন বেড়ে চলেছে। কোন মতেই সংক্রমন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে ৭ ব্যক্তির শরীরে করোনাভাইরাস এর পজিটিভ হওয়ায় তাদের বাড়ীতে লাল পতাকা উড়িয়ে লকডাউন করা হয়েছে।
১৪ জুন সোমবার পারুলিয়া ইউনিয়নে খেজুরবাড়ীয়া গ্রামে আদর আলী সরদার, উত্তর পারুলিয়া গ্রামে আব্দুল মাজেদ গাজী ও তার স্ত্রী পাপিয়া খাতুন, একই গ্রামের মেহেদী হাসান, চৈতী বিশ্বাস, বড়শান্ত গ্রামের আব্দুল লতিফ, নোড়া গ্রামের ইসমাইল হোসেন করোনা ভাইরাসের উপসর্গ পরীক্ষায় পজেটিভ আসায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পরামর্শে চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে দফাদার নুরুল ইসলামের নেতৃত্বে পজেটিভ ব্যক্তিদের বাড়ী লকডাউন করা হয়েছে।