লিটন ঘোষ বাপি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় ইছামতি নদীর শাখা পারুলিয়া সাপমারা খাল পুনঃখনন ও স¤প্রতি অতিবর্ষণে তীব্র স্রোতের কারণে সাপমারা খালের উপর ব্রিজ গুলির দুই ধার ভাঙ্গনকবলিত হয়ে গুরুত্বপূর্ণ হাটবাজারসহ মানুষের যোগাযোগ ব্যবস্থা বিপদগ্রস্ত হয়ে পড়ায় গত ১২আগস্ট পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর হাট বাজার সংলগ্ন ব্রিজ দূরত্ব রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে এক আবেদনে প্রেক্ষিতে উপজেলা নির্বাহি অফিসার তাছলিমা আক্তারের নির্দেশ উপজেলা এলজিইডির সার্বিক তত্ত¡াবধানে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সাপমারা খালের উপর ব্রিজ দ্রুত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ১৮ আগস্ট বুধবার বেলা ১১ টায় সংস্কার কাজ পরিদর্শন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, দফাদার নূরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পারুলিয়ায় ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট