অনলাইন ডেস্ক :
রুশ সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র শক্তিকে ‘বিশেষ সতর্কতায়’ রাখার ভ্লাদিমির পুতিনের নির্দেশকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
লিন্ডা থমাস বলেন, এই নির্দেশের মানে হলো প্রেসিডেন্ট পুতিন এ যুদ্ধকে এমন পন্থায় ক্রমাগত বাড়াতে থাকবেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদেরকে তার পদক্ষেপকে সবচেয়ে কঠোর পথে আটকাতে হবে।
রোববার ইউক্রেনে রাশিয়ান আক্রমণ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। পুতিনের এই নির্দেশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে সহজ করলেও বিবিসির নিরাপত্তা প্রতিনিধি গর্ডন কোরেরা বলেছেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইচ্ছা প্রকাশের চেয়ে রাশিয়ার জন্য এটা ছিল ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়ার একটা উপায়।
উল্লেখ্য, রোববার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। এরপরই তিনি রাশিয়ার সেনাবাহিনীকে তাদের কৌশলগত পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দেন।