নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা:
শুক্রবার (১০ মার্চ) পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন। ইতিমধ্য সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক সহ পাঁচজন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে এ নির্বাচনকে ঘিরে একটি কুচক্রী মহল বিভিন্ন স্তরের নামধারী সাংবাদিকদের সমন্বয় করে গত বুধবার একটি গমের গোডাউনে বসে সম্পূর্ণ অবৈধ পন্থায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি ভুয়া কমিটি ঘোষণা করেছে। তাদের এহেন হীন উদ্দেশ্য জনমনে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তারা প্রেসক্লাবের নিয়ম অনুসারে সদস্য হতে না পারায় গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মফিদুল ইসলাম বলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন আগামী ১০ মার্চ (আজ) পাটকেলঘাটা প্রেসক্লাবে গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।