
সংবাদদাতা: অভ্যন্তরীণ আমন সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার পাটকেলঘাটা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ৭২ মে: টন চাল নিয়ে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাশ, মিল মালিক সমিতির সভাপতি রঞ্জু, সাধারণ সম্পাদক প্রনয় পাল, মিলার ইবাদুল ইবাদুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে ওসি এলএসডি মোঃ আবুল হাসান জানান, চলতি আমন মৌসুমে ২৫০৬ টন চাল ও ৫১৬ টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া গত ইরি বোরো মৌসুমে সরকার নির্ধারিত ৫ হাজার ৫০০ মে: টন চাল ও ২ হাজার ৪১৬ মে: টন ধান সংগ্রহ করা হয়।