নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল কুদ্দুস, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা সুলতানা পাঁপড়ি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিত দাশ বাপি, খলিলনগর ইউ পি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবদুল হাই প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।