
সংবাদদাতা: পাটকেলঘাটা কেশবপুর সড়কের কুমিরা স্বাস্থ্য কমপ্লেক্স এর সন্নিকটে বুধবার রাত সাড়ে ৪টার দিকে নসিমন চালক একলাছ (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বাজার গোপালপুর গ্রামের ওমর আলীর পুত্র একলাছ কালিগঞ্জ থেকে নসিমনে করে মালামাল নিয়ে পাটকেলঘাটায় আসছিল। কুমিরা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিকট পৌছাইলে ঐ রাতে অন্য কোন যান একলাছের নসিমনে ধাক্কা দেয়। এ সময় নসিমন চালক একলাছ নিয়ন্ত্রন হারিয়ে পার্শ¦বর্তী খাদে পড়ে থাকে। ঐ রাতে সড়কের ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের স্বজনরা পাটকেলঘাটা থানায় পৌছায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়।