
সংবাদদাতা: মোঃ বাচ্চু সরদার (৩৮) পেশায় মটর ভ্যান চালক। ছোট ছেলে রাজু (৮) কে মটর ভ্যান চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল পিতা। রাজুর মটর ভ্যানের গতী ছিল ধীর। ঐ সময় পিতা বাচ্চু ছেলে রাজুকে বলে জোরে চালা। রাজু জোরে চালাতে গিয়ে ফেলবি না ফেল ভ্যানটি পাল্টি খেয়ে ভ্যানের তলায় পড়ে আহত হয় পিতা বাচ্চু। ঐ সময় বাচ্চুর মুখ মন্ডলের কয়েকটি স্থানে ছিড়ে ছুটে গেলেও আট বছরের রাজুর কিছু হয়নি। এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধার করে ঐ ভ্যানে করে ছেলে রাজু ও অন্য লোকদের সাথে করে বাবাকে নিয়ে যায় পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতালে। ঘটনাটি ঘটে গতকাল বেলা ২টার দিকে। আহত বাচ্চুর বাড়ী পাটকেলঘাটা পশ্চিম পাড়া গ্রামে। আর ঘটনাটি ঘটে পাটকেলঘাটা-সরুলিয়া রোডের চৌগাছা আলাউদ্দীনের বাড়ীর সামনে।