
কিশোর কুমারঃ মুজিব বর্ষের কার্যক্রম উপলক্ষ্যে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন ও সাধারন জনগন এ অনুষ্ঠানে অংশগ্রহন করে। রালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউ পি চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইউপি সদস্য হাফিজুর রহমান । অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক উদয় কৃষ্ণ দাশ, প্রবীর দেবনাথ, আজাহারুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ , শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে প্রিয়া সাধু ও শ্রেয়সী রায়।