পাটকেলঘাটা সংবাদদাতা: পাটকেলঘাটায় গত ১২ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে বড়বিলা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী ২ সন্তানের জননী (২৭) একই গ্রামের ইসরাফিল (২০) নামের এক যুবক কে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ী ছাড়া। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেন হেনার স্বামী।
ঘটনার বিবরণে জানাগেছে, বড়বিলা গ্রামের আব্দুল গণি মোড়লের পুত্রবধু আমিনুর ওরফে আমিনের স্ত্রী ২ সন্তানের জননী দীর্ঘদিন ধরে একই গ্রামের বাবলু মোড়লের পুত্র ইসরাফিল (বাবু) এর সহিত স্বামীকে ফাকি দিয়ে পরকিয়া করে আসছিল । এমনকি ইসরাফিল আপত্তিকর অবস্থায় কয়েকবার এলাকাবাসীর হাতে ধরাও পড়ে। এরপরও স্বামী আমিনুর দু’সন্তানের কথা ভেবে স্ত্রী হেনাকে ঘরে তোলে। কথায় বলে যার যে স্বভাব তা কখনও বদলাবার নয়। তারপরও হেনা প্রায় সময় ইসরাফিলের সাথে গোপনে দেখা সাক্ষাত সহ বুকের ব্যাথা হালকা করার জন্য এক স্থানে মিলিত হত। কয়েকবার এমন ঘটনা ঘটার পরও পুনরায় আমিনুর স্ত্রী হেনাকে ঘরে ফিরিয়ে আনার জন্য সালিশি বসে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই’র নিকট। চেয়ারম্যান সাহেব পুরুষ লোভী হেনা ও ইসরাফিল কে বুঝিয়ে কমপক্ষে ৫০ জনের সামনে আমিনুরের হাতে তুলে দেয় স্ত্রী হেনাকে। কথায় বলে কয়লা ধুলে ময়লা যায়না। সালিশের ১৫ দিন যেতে না যেতে গত ১২ আগষ্ট রাতে আমিনুরের স্ত্রী হেনা স্বামীর গরু ব্যবসার ২ লক্ষ ৭২ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাপড়ের আচলে ঢেকে ইসরাফিলকে সাথে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এ ঘটনায় স্বামী আমিনুর ওরফে আমিন পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করে। এ ব্যাপারে থানা পুলিশ এখনও কোন পদক্ষেপ নেয়নি।
পাটকেলঘাটায় বয়সে ছোট প্রেমিক নিয়ে অজানায় পাড়ি জমিয়েছে গৃহবধু
পূর্ববর্তী পোস্ট