নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ট্রাক চাপায় পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার শামসুর রহমান সানা নিহত হয়েছেন। সোমবার বেলা দুইটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শামসুর রহমান সানা (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার ছেলে। তিনি পাটকেলঘাটা সদরের ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করছিলেন।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেলযোগে অফিস শেষে বাড়ি ফিরছিলেন শামসুর রহমান। বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে পৌঁছালে পিসলে মটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামসুর রহমানের।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
পাটকেলঘাটায় ট্রাক চাপায় ডাচবাংলা ব্যাংকের এডিসি ম্যানেজার নিহত
পূর্ববর্তী পোস্ট