নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় সাথী মন্ডল (১৬) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাথী মন্ডল পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কার্পাশডাঙা এলাকার দুখিরাম মন্ডলের মেয়ে ও স্থানীয় বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য লক্ষীকান্ত সরকার নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাথী। ভোররাতের কোন একসময়ে সবার অজান্তে ঘরের আঁড়ায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায় । তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সেটি স্পষ্ট করতে পারেনি ওই ইউপি সদস্য।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পাটকেলঘাটায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পূর্ববর্তী পোস্ট